ঢাকা, বুধবার, ১৮ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

হেফাজতের তাণ্ডব: ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
হেফাজতের তাণ্ডব: ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের হাটহাজীরসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছে তার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  

জড়িতদের প্রত্যেককে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ও কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।



রোববার (৪ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি বছরের ২৬ মার্চ থেকে শুরু করে শনিবার (৩ এপ্রিল) পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হেফাজত যে তাণ্ডব চালিয়েছে আমরা ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করেছি। তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা কাউকে বাদ দেবো না, আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। শনিবার হেফাজতের এক নেতা মামুনুল হক নারায়ণগঞ্জের এক রিসোর্টে একজন নারীকে নিয়ে অবস্থান করছিলেন। নারী নিজেই বলেছেন তিনি তার স্ত্রী নন। সেখানে রিসোর্টে কার নির্দেশে ভাঙচুর হয়, তাণ্ডব চালানো হয়। হঠাৎ করে পরিকল্পিতভাবে এটা করা হলো। আমরা এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।