ঢাকা, বুধবার, ১৮ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। এ  দুর্ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছে।

হতাহতরা সিএনজির যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে ঢাকার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

রোববার (৪ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-নবাবগঞ্জে মহাসড়কের উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের তুলশিখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম।

দুপুর দেড়টায় তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া একটি সিএনজি দেখতে পায়। পাঁচ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জগামী সিএনজিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকার হাসপাতালে পাঠালে সেখানে তিন জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চালক উজ্জ্বলকে (৪০) শনাক্ত করা গেলেও ৪০ ও ৪৫ বছরের দুই জন পুরুষ যাত্রীর পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।