গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রোববার (৪ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বাংলানিউজকে জানান, ভবানীপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
আরএস/আরআইএস