ঢাকা: একাদশ জাতীয় সংসদের অধিবেশন সমাপ্ত হয়েছে।
রোববার (৪ এপ্রিল) এ অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
করোনা ভাইরাসের কারণে এ অধিবেশনটি অতি সংক্ষিপ্ত করা হয়।
একাদশ জাতীয় সংসদের এবারের এ অধিবেশনটি ছিলো দ্বাদশ অধিবেশন। এবারের অধিবেশনটি চলেছে মাত্র তিন কার্য দিবস। গত ১ এপ্রিল সংসদের এ অধিবেশন শুরু হয়। করোনা ভাইরাসের কারণে এ অধিবেশনটি সংক্ষিপ্ত করা হয় বলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান।
এ অধিবেশন শেষের দিন রেওয়াজ অনুযায়ী সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলের নেতা রওশন এরশাদ বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার সংসদের অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসকে/এএটি