মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে অভিযান চালিয়ে সাত মণ জাটকাসহ ১০ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (৪ এপ্রিল) বিকেলে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম রুহুল আমিন রিমন এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ- ২০২১ উপলক্ষে শিবালয় উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে জাটকা ধরা অবস্থায় ১০ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাত মণ জাটকা জব্দ করা হয়। জব্দ জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও গরীব জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ তা পুড়িয়ে ফেলা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসআরএস