ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

লকডাউনের প্রতিবাদে ইসলামপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
লকডাউনের প্রতিবাদে ইসলামপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ

ঢাকা: লকডাউনের প্রতিবাদে পুরান ঢাকার ইসলামপুরে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা।

করোনার প্রকোপ বাড়ায় সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন সোমবার (৫ এপ্রিল) সকাল থেকেই ইসলামপুর এলাকায় জড়ো হয়ে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

ব্যবসায়ীরা বলেন, সারাদেশে সব কিছু স্বাভাবিকভাবেই চলছে। বইমেলা, বেসরকারি অফিস- সব চললে দোকানপাট কেন বন্ধ থাকবে। আমাদের দাবি, স্বাস্থ্যবিধি মেনে আমাদের দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হোক। দোকানপাট বন্ধ থাকলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে আমাদের।

এসময় তাদের 'লকডাউন মানি না, মানবো না’ বলে স্লোগান দিতে দেখা যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীরা সকাল থেকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলেন। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছেন। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।