ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীর বিভিন্নস্থানে পুলিশের মাস্ক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
রাজধানীর বিভিন্নস্থানে পুলিশের মাস্ক বিতরণ

ঢাকা: মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশজুড়ে সরকার নির্দেশিত সাত দিনের লকডাউন চলছে। সীমিত পরিসরে প্রায় সব অফিস খোলা থাকায় লকডাউনেও অনেকটা বাধ্য হয়েই বাইরে বের হচ্ছেন নগরবাসী।

এ অবস্থায় রাজধানীজুড়ে জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করার কথা জানানো হয়েছে।

ডিএমপি জানায়, সোমবার (৫ এপ্রিল) ডিএমপির সুনির্দিষ্ট পাঁচটি এলাকাসহ বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। বেলা ১১টা থেকে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন বিডিআর বাজার এলাকা এবং রামপুরা থানাধীন মালিবাগ কাঁচাবাজার এলাকায় জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। বেলা সাড়ে ১১টা থেকে হাজারীবাগ থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকায় এ কর্মসূচি পালন করে পুলিশ।

এছাড়া দুপুর আড়াইটায় শ্যামবাজার এলাকা ও বিক্রমপুর প্লাজা এলাকায় এ কর্মসূচি পালন করবে ডিএমপির সূত্রাপুর থানা ও কদমতলী থানা। এ সময় জনগণকে সচেতন করাসহ তাদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, লকডাউনে সরকারের সব নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করছে।

করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারি সব নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

রোববার (৪ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দপ্তরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব মেট্রোপলিটন, রেঞ্জ এবং জেলার পুলিশ সুপারদের এ সংক্রান্ত নির্দেশনা দেন।

করোনা মোকাবিলায় গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা এবং ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের ১১ দফা নির্দেশনা জারি করেছে।

এসব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের কথা উল্লেখ করে আইজিপি বলেন, সরকারের নি‌র্দেশনাগুলো সোমবার (৫ মার্চ) থেকে বলবৎ করতে হবে। তবে এসব নির্দেশনা বাস্তবায়নে বলপ্রয়োগ নয় বরং জনগণকে উদ্বুদ্ধ করার ওপর জোর দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।