ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মাস্ক ব্যবহার নিশ্চিতে র‌্যাবের অভিযান, জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
রাজধানীতে মাস্ক ব্যবহার নিশ্চিতে র‌্যাবের অভিযান, জরিমানা  রাজধানীতে মাস্ক ব্যবহার নিশ্চিতে র‌্যাবের অভিযান, জরিমানা। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: সরকারের জারি করা লকডাউন যথাযথভাবে প্রতিপালনের জন্য জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ এপ্রিল) রাজধানীর শাহবাগ মোড়ে বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান পরিচালনা করছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

অভিযানে মাস্ক ছাড়া যারা বাইরে ঘোরাফেরা করেছেন, তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে এ সময় মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বাংলানিউজকে বলেন, সরকারের নির্দেশনাগুলো কার্যকর করার লক্ষে যারা মাস্ক পরিধান করবেন না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনা মহামারি মোকাবিলায় সবার মাস্ক পরা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, রিকশাচালক, ভ্যানচালক, মোটরসাইকেল চালক, আরোহী ও যারাই মাস্ক পরছেন না তাদের সচেতন করে মাস্ক বিতরণ করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে জরিমানাও করা হচ্ছে।

এছাড়া লকডাউনে যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছেন, তাদের সচেতন করা হচ্ছে যেন তারা বাইরে না আসেন।  

মূলত জরিমানা করা র‌্যাবের উদ্দেশ্য নয়। র‌্যাবের উদ্দেশ্য করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এইচএমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।