ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ঢিলেঢালা লকডাউন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
খাগড়াছড়িতে ঢিলেঢালা লকডাউন

খাগড়াছড়ি: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলছে ৭ দিনের লকডাউন।

খাগড়াছড়িতে প্রথম দিনের লকডাউন ঢিলেঢালাভাবে চলছে।

খাগড়াছড়িতে জরুরি প্রয়োজন ব্যতিত অন্য দোকানপাট বন্ধ থাকলেও বাইরে সাধারণ মানুষের উপস্থিতি বরাবরের মতই আছে। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল অনেকটা স্বাভাবিক।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লকডাউন মানতে এবং বাইরে অযথা ভিড় না করতে মাইকিং করা হচ্ছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, আমরা মাইকিং করে সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতনতা মানার অনুরোধ করছি। শহরে মাইকিং করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।