ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

খাউলিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
খাউলিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের আর নেই

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবুল খায়ের আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  

রোববার (০৫) এপ্রিল রাতে রাজধানীস্থ ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা রেখে গেছেন।

৫৭ বছর বয়সী আবুল খায়ের শরণখোলা উপজেলার খোন্তাকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ছিলেন। খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি নৌকার মনোয়ন পেয়েছিলেন। আবুল খায়ের কিডনিসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।

চেয়ারম্যান আবুল খায়েরের বড় ছেলে আবু শাহরিয়ার শান্ত বাংলানিউজকে বলেন, নানা উপসর্গ নিয়ে ১৮ মার্চ খুলনা সিটি মেডিক্যালে ভর্তি হন চেয়ারম্যান আবুল খায়ের। পরবর্তীকালে তার করোনা শনাক্ত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩ এপ্রিল করোনা পরীক্ষার রিপোর্টে তার নেগেটিভ আসে। ৪ এপ্রিল রাতে তিনি মারা যান। বাবার মরদেহ নিয়ে আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি। বাড়িতে পৌঁছানোর পরে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

মাস্টার আবুল খায়ের খাউলিয়া ইউনিয়ন পরিষদে পরপর দু’বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে পেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।