মাদারীপুর: মাদারীপুরে আয়নাল শেখ (২৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়।
এর আগে ভোরে অসুস্থ অবস্থায় তাকে জেলা কারাগার থেকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। কারাকর্তৃপক্ষ তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
মাদারীপুর জেলা কারাগারের জেলার শংকর মজুমদার বাংলানিউজকে জানান, রাজৈর উপজেলায় একটি বাড়িতে চুরির ঘটনায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের নুরুল শেখের ছেলে আয়নাল শেখকে (২৫) গত ২০ ডিসেম্বর আদালতের মাধ্যমে জেলহাজতে রাখা হয়। সোমবার ভোর ৪টার দিকে হঠাৎ আয়নাল শেখ বুকে হাত দিয়ে চিৎকার করতে থাকেন। এসময় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে নেওয়ার পর সকালে মারা যায় তিনি। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
আরএ