ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ী কারাগারে কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
রাজবাড়ী কারাগারে কয়েদির মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ী জেলা কারাগারে জোচন মোল্লা (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, রোববার (৪ এপ্রিল) রাতে হাজতি জোচন মোল্লা বুকে তীব্র ব্যথা অনুভব করলে প্রথমে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার ইসিজি করা হয়। কিন্তু ইসিজির রিপোর্টটা ভালো ছিল না। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

মৃত জোচন মোল্লা রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তার বাড়ি ওই ইউনিয়নের মেছোঘাটা গ্রামে। তিনি জেলা কারাগারের মহিলা ওয়ার্ডের ক্রলিংয়ের দায়িত্বে ছিলেন।
 
জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, জোচনের বিরুদ্ধে দু’টি হত্যা মামলা রয়েছে। পাবনার পুলিশ হত্যা মামলায় তিনি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। আরেকটি হত্যা মামলা রাজবাড়ী আদালতে বিচারাধীন। জোচন মোল্লা ২৪/০৪/২০১৯ সাল থেকে রাজবাড়ী জেলা কারাগারে ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।