ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু ৮ এপ্রিল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু ৮ এপ্রিল

ঢাকা: করোনা ভাইরাসের প্রথম ডোজ শেষে আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ ৮ এপ্রিল শুরু করা হবে বলে জানিয়েছে সরকার।
 
সোমবার (৫ এপ্রিল) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক প্রশ্নের জবাবে একথা বলেন।


 
গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে একজন নার্সকে অক্সফোর্ডের ভ্যাকসিন দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে এই কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিকভাবে তা শুরু হয় ৭ ফেব্রুয়ারি। একজন ব্যক্তিকে দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে। তবে যত সংখ্যক আসার কথা তা পাওয়া যায়নি।
 
ভ্যাকসিনের অবস্থাটা কী হবে- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা নিয়ে অনেক ধরনের আলোচনা ছিল। আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন ৮ তারিখ (৮ এপ্রিল) থেকে যে দ্বিতীয় ডোজ শুরু হওয়ার কথা, এটা যথারীতি চলবে। প্রথম ডোজ কাল (৬ এপ্রিল) শেষ হয়ে যাবে। ৮ তারিখ থেকে কনফার্ম।  
 
ভ্যাকসিনের মজুদ কম- প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত অসুবিধা হবে না বলে ডিজি হেলথ (স্বাস্থ্য অধিদপ্তর) জানিয়েছেন।
 
২৭ মার্চ ভ্যাকসিনের চালান আসার কথা, সেটা আসেনি- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি কথা বলেছি। তারা জানিয়েছে আমরা যে পরিমাণ প্রথম ডোজ দিয়েছি, দ্বিতীয় ডোজ দিতে ওই পরিমাণ ভ্যাকসিনের প্রয়োজন হবে না। এটা আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট দেখছে।  
 
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।