গাজীপুর: গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তরিকুল ইসলাম জানান, কয়েকদিন ধরে তিনি শুকনো কাশি ও জ্বরে ভুগছিলেন।
এসব লক্ষণ দেখা দিলে গত রোববার (৪ এপ্রিল) তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য দেন। সন্ধ্যায় পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। হোম আইসোলেশনে রয়েছেন তিনি। তার পরিবারের অন্যদের নমুনাও পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সহকর্মীদের নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে জেলা প্রশাসক করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
আরএস/আরবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।