ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সংক্রমণের হারের ওপরই নির্ভর করবে লকডাউন বাড়ানো হবে কি না 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
সংক্রমণের হারের ওপরই নির্ভর করবে লকডাউন বাড়ানো হবে কি না 

মানিকগঞ্জ: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক  ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, লকডাউনের সময় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। যারা এ নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়া আছে।

একটি কথা মানতে হবে দেশের মানুষকে করোনা থেকে রক্ষা করতেই এই লকডাউন দেওয়া হয়েছে। কাজেই লকডাউন কার্যকর করতে আমাদের অবশ্যই সচেতন হয়ে সরকারি নির্দেশনাগুলো মানতে হবে। সংক্রমণের হারের ওপরই নির্ভর করবে লকডাউন বাড়ানো হবে কি না।  

সোমবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিট পরিদর্শন শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি একথা বলেন।

করোনার টিকা প্রদান কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, আগামী ৮ এপ্রিল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এর সঙ্গ প্রথম ডোজ দেওয়াও চলবে।  

লকডাউন কার্যকর করতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারাদেশের ডিসি, এসপি এবং সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ মানুষদের সচেতন করতে প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে।

মহাপরিচালক বলেন, মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে সেন্ট্রাল অক্সিজেন রয়েছে। সেখানে সাতটি বেড আমরা নির্বাচন করেছি। বর্তমানে এই সাতটি বেডে সাধারণ রোগী রয়েছে। তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে। করোনা ইউনিটে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ, হাইফোনেজাল ক্যানোলা ব্যবহার করতে পারবে। মোট কথা একটি আইসিইউতে যে সুবিধাগুলো থাকে সে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবারের (৮ এপ্রিল) মধ্যে এটি চালু হবে। এটি চালু করার জন্য যাবতীয় সরমঞ্জাদি নিয়ে আসা হয়েছে। এজন্য ঢাকা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক, হাসপাতাল সার্ভিস বিভাগের পরিচালক এবং হাসপাতাল পরিচালক তাদের সবাইকে নিয়ে আসা হয়েছে। যাতে কাজটি একসঙ্গে করে ফেলতে পারি।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক ডা. হাসান ইমাম, হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. ফরিদ মিঞা এবং হাসপাতাল সার্ভিস বিভাগের পরিচালক ডা. খুরশীদ আলম, জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশ্বাদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।