সিরাজগঞ্জ: করোনার বিস্তার রোধে লকডাউন জারি থাকা অবস্থায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে সিরাজগঞ্জের কামারখন্দে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় সচেতনামূলক প্রচারণা, দোকান-পাট বন্ধ রাখা, বিনা কারণে বাইরে চলাচল না করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের বিষয়ে জনগণকে সর্তক করা হয়।
ইউএনও মেরিনা সুলতানা বাংলানিউজকে জানান, দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ রোধে সরকার এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে। এ অবস্থায় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ২০০ টাকা করে ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এসআরএস