ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মাটি চাপা পড়ে শ্রমিক নিহত, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, এপ্রিল ৫, ২০২১
মেহেরপুরে মাটি চাপা পড়ে শ্রমিক নিহত, আহত ৪

মেহেরপুর: মেহেরপুর শহরে বাড়ির পানির ট্যাংকি খোড়ার সময় মাটি চাপা পড়ে ভনো (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৪ শ্রমিক।

আহতরা হলেন- জাদু শেখ (৫৫), মোমিনুল ইসলাম (৫৪), আজমত আলী (৫২) এবং ফজলুল হক (৪২)।

সোমবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে শহরের ওয়াপদা পাড়ার জার্মান সিটি গার্ডেনের নির্মাণাধীন একটি বাড়িতে পানির ট্যাংকি খোড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মমিনুল হক ও জাদু শেখকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত শ্রমিক ভনো মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর খানপুরের গ্রামের আজমত আলীর ছেলে।  

আহত মমিনুল একই এলাকার মালোপাড়ার হজ মালিথার ছেলে, জাদু ফজের আলীর ছেলে, আজমত আরশাদ আলীর ছেলে এবং ফজলুল হক ফরজ মোল্লার ছেলে।  

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, জার্মান সিটি গার্ডেনে কুষ্টিয়ার জনৈক জাহাঙ্গীর আলমের স্ত্রী জোবেদা খাতুন বাড়ি নির্মাণ করছেন। নির্মাণাধীন বাড়ির ট্যাংকি করার জন্য সেখানে আজ মাটি খোঁড়ার কাজ করছিলেন। প্রায় ১০-১২ ফুট মাটি খোঁড়ার পর হঠাৎ করে মাটি ধসে শ্রমিকরা চাপা পড়েন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত এসে উদ্ধার কাজ শুরু করেন।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় ৪০ মিনিট উদ্ধার কাজ শেষে আজমত, ফজলু, মমিনুল জাদুকে আহত অবস্থায় উদ্ধার করেন এবং ভনোকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।