গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সড়ক দুর্ঘটনায় মজিবুর রহমান (৫০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
সোমবার (৫ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবুর নাটোর সদর থানার বাগরোম এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি মৌচাক এলাকায় বাসা ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক বাংলানিউজকে জানান, বিকেলে মৌচাক এলাকায় ওই মহাসড়ক পার হচ্ছিলেন মুজিবুর। এ সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
আরএস/এসআরএস