সুনামগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হককে নারীসহ হেনস্তা ও লাঞ্ছিত করা হয়েছে এমন খবর পাওয়ার পর সুনামগঞ্জের ছাতকে হেফাজত কর্মীদের ভাঙচুরের ঘটনায় করা মামলায় আরও ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ এপ্রিল) বিকেলে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন।
তিনি জানান, রোববার দুপুরে পুলিশ বাদী হয়ে ৯৪ জনের নাম এজাহার ভুক্ত করে অজ্ঞাত আরো ৮০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ঘটনার দিন নয় জনকে এবং আজকে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, থানা ও পুলিশ কর্মকর্তাদের ওপর হামলায় যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
আরএ