রংপুর: সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের জন্য মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন রংপুরের চার সাংবাদিক।
সোমবার (৫ এপ্রিল) বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির (বন্ধু) উদ্যোগে ভার্চ্যুয়াল আয়োজনে তাদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- জিতু কবীর (বায়ান্নর আলো ও জাগো নিউজ), ফরহাদুজ্জামান ফারুক (দাবানল ও ঢাকা পোস্ট), নাজমুল ইসলাম নিশাত (ডিবিসি নিউজ) ও লাবনী ইয়াসমিন (ডেইলি অবজারভার)।
এছাড়াও টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে ঢাকার বাইরে দেশের অন্য ছয় বিভাগ থেকে আরও ১২ জনকে ফেলোশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির ভার্চ্যুয়াল আয়োজনে প্রধান অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল।
অনুষ্ঠানে মঞ্জুরুল আহসান বলেন, তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিন্তু তাদের আলাদা রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সমাজে আর দশটা মানুষের মতই তাদের মূল্যায়ন করতে হবে। পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীর জীবনমান নিয়ে ফেলো বন্ধুরা সেই বিষয়টি গুরুত্ব সহকারে তুলে এনেছেন। অনেক প্রতিবেদন হয়েছে যা অন্যদের বদলে যাবার সাহস ও অনুপ্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম, হিউম্যান রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ মানবাধিকার উপদেষ্টা হুনা খান, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দাতা সংস্থা (ইউএসএআইডি) প্রতিনিধি স্লাভিকা রেডোসেভিক।
সমাপনী বক্তব্য রাখেন বন্ধুর পরিচালক (পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড হিউম্যান রাইটস) উম্মে ফারহানা জারিফ কান্তা।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহমেদ। এছাড়াও বন্ধুর কার্যক্রম ও মিডিয়া ফেলোশিপ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বন্ধুর ম্যানেজার (পলিসি অ্যাডভোকেসি) মশিউর রহমান।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এসআরএস