ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ৪৮ বছরের এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে রফিক (৩৫) নামে এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ এপ্রিল) দিনগত রাতে কাঁঠালিয়া থানায় ধর্ষণের ঘটনায় জড়িত দুইজনকে আসামি করে মামলা করেছেন ভিকটিম ওই নারী।
থানা পুলিশ সোমবার (৫ এপ্রিল) সকালে ধর্ষণের শিকার ওই নারীকে ঝালকাঠি সদর হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠিয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ৩১ মার্চ ঘরের ভেতরে একা পেয়ে মাইদুল খলিফা ও রফিক নামে দুই যুবক ওই নারীকে ধর্ষণ করেন। পরে ভিকটিমের নগ্ন ভিডিও ধারণ ও ছবি তোলেন যুবকরা এবং এ ঘটনা কাউকে জানালে, ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। ওই যুবকরা ঘটনার পর নারীর মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর দুইদিন ভয়ে পালিয়ে ছিলেন ভিকটিম। পরে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন ওই নারী।
ইউএনও তার অভিযোগটি থানায় পাঠালে পুলিশ রাতে অভিযান চালিয়ে রফিককে গ্রেফতার করে। গ্রেফতার রফিক শৌলজালিয়া গ্রামের আবদুস ছাত্তার হাওলাদারের ছেলে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বাংলানিউজকে জানান, পুলিশ ওই নারীর মামলা রেকর্ড করে রাতেই অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করেছে। অপর আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
এমএস/এএটি