নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার শীর্ষ মাদকবিক্রেতা ও ডজন মামলার পলাতক আসামি রাসেল ওরফে মোল্লা রাসেলকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে দাপা ইদ্রাকপুর জোড়াপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাসেলের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি ও সোহাগকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলাসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, পুলিশকে তথ্য দিয়ে মাদকব্যবসায়ীকে গ্রেফতার করিয়ে দেবার জের ধরে গত ১৫ মার্চ রাতে গ্রেফতারকৃত রাসেল তার কয়েক সহযোগিকে নিয়ে ফতুল্লা থানায় সোহাগ নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় রাসেল বাহিনীর হামলায় সোহাগের ডান হাতের দু’টি রগ বিচ্ছিন্ন ও একটি হাড় ভেঙে যায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ মামলার প্রধান আসামি চিহ্নিত মাদকবিক্রেতা রাসেলকে সোমবার দুপুরে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
আরবি