ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

করোনায় আক্রান্ত ২১ মাসের শিশু ঢামেকে চিকিৎসাধীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, এপ্রিল ৬, ২০২১
করোনায় আক্রান্ত ২১ মাসের শিশু ঢামেকে চিকিৎসাধীন

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের শিশু করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছে ২১ মাসের এক শিশু।

মঙ্গলবার (৬ এপ্রিল) শিশু করোনা ইউনিটের একটি সূত্র জানায়, ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটে বেশ কয়েকজন শিশু ভর্তি আছে।

তাদের মধ্যে ২১ মাস থেকে সর্বোচ্চ ১৩ বছরের শিশুরা রয়েছে।

তিনি আরও জানান, চিকিৎসাধীন শিশুদের মধ্যে সাতজনকে হাসপাতালের দ্বিতীয় তলার হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। এ সাতজনের মধ্যে ২১ মাসের শিশুসহ মোট পাঁচজন শিশু করোনায় আক্রান্ত।

এ বিষয়ে ঢাকা মেডিক্যাল হাসপাতালের শিশু বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাঈদ আনোয়ার বাংলানিউজকে জানান, হাসপাতালে বার্ন ইউনিটের শিশু করোনা ইউনিটে বেশ কয়েকজন শিশু করোনায় আক্রান্ত হয়েছে। কয়েকজন শিশু আছে দ্বিতীয় তলার এইচডিইউতে ও কয়েকজন আছে তৃতীয় তলার ওয়ার্ডে।

তিনি আরও জানান, বড়রা যেমন করোনাই আক্রান্ত হচ্ছেন, সেই দিক থেকে শিশুরাও আক্রান্ত হচ্ছেন। তবে করোনা আক্রান্ত হওয়ার পরে একপর্যায়ে বড়রা খারাপের দিকে গেলেও শিশুদের বেলায় সেটা হচ্ছে না। আল্লাহ রহমত করছেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।