ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার হাইওয়ে থানার সামনে ট্রাকচাপায় শাহজাহান আলী (৬১) নামে ব্যাটারিচালিত এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে ভ্যান নিয়ে বারোবাজার থেকে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন শাহজাহান। পথে হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এ সময় ঝিনাইদহ থেকে যশোরগামী একটি আলু ভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহানের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটিও।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
এসআরএস