ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, এপ্রিল ৬, ২০২১
কালীগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত বাংলানিউজ ফাইল ফটো

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার হাইওয়ে থানার সামনে ট্রাকচাপায় শাহজাহান আলী (৬১) নামে ব্যাটারিচালিত এক ভ্যানচালক নিহত হয়েছেন।
 
মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত শাহজাহান ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মৃত গোলাপ নবীর ছেলে।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে ভ্যান নিয়ে বারোবাজার থেকে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন শাহজাহান। পথে হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এ সময় ঝিনাইদহ থেকে যশোরগামী একটি আলু ভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহানের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটিও।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।