বগুড়া: বগুড়ায় স্বাস্থ্যবিধি মেনে দিনের কিছু সময় ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (০৬ এপ্রিল) দুপুরে শহরের জিরো পয়েন্ট সাতমাথা চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ইলেকট্রিক ব্যবসায়ীরা।
এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
এরআগে সরকারি এ সিদ্ধান্ত কার্যকরের প্রথম দিনই বগুড়া শহরের রানার প্লাজা মার্কেটের ব্যবসায়ী-কর্মচারীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেটা পুষিয়ে না উঠতেই আবারও লকডাউন হওয়ায় ঋণ নিয়ে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান প্রায় চিরতরে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সামনে রমজান ও ঈদ উপলক্ষে সীমিত পরিসরে হলেও মার্কেট খুলে দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা বিধিনিষেধ অনুযায়ী জরুরি সেবা ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (০৫ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
কেইউএ/এমআরএ