কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধানক্ষেত থেকে বাদল মিয়া (৬৪) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার হোসেন্দী পূর্ব কুমারপুর গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ার চর এলাকায় শ্বশুর বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন বাদল মিয়া। সোমবার (৫ এপ্রিল) দিনগত রাতে পাকুন্দিয়ায় নিজ গ্রামের বাড়িতে আসেন তিনি। মঙ্গলবার ভোরের দিকে তিনি বাড়ি থেকে বের হন। পরে হোসেন্দী পূর্ব কুমারপুরের একটি ধানক্ষেত তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) নাহিদ হাসান সুমন বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
এসআরএস