ঢাকা: আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা মুহিবুল্লাহ হত্যার পরিপ্রেক্ষিতে কক্সবাজারে শরণার্থী ক্যাম্পের পরিস্থিতি দেখতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শুক্রবার কক্সবাজার যাচ্ছেন। তিনি সেখানে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার পর সরকার বিদেশি রাষ্ট্রগুলোর চাপে রয়েছে। বিশেষ করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করা হয়েছে। বিদেশি চাপ সামলাতে নানা ধরনের পদক্ষেপও নিয়েছে সরকার।
মুহিবুল্লাহ হত্যার পর হত্যাকারীদের গ্রেফতারে সরকার সচেষ্ট। এরই মধ্যে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ক্যাম্পের আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারী বাড়ানো হয়েছে। একইসঙ্গে পররাষ্ট্র সচিবও ক্যাম্পে পরিদর্শনে যাচ্ছেন।
এর আগে ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
টিআর/এসআইএস