ঢাকা, মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

জাতীয়

পতিতাবৃত্তিতে বাধ্য করায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
পতিতাবৃত্তিতে বাধ্য করায় গ্রেফতার ১ ...

পটুয়াখালী: চাকরির প্রলোভনে আবাসিক হোটেলে পতিতাবৃত্তিতে বাধ্য করায় হোটেল মালিক নুর আলম খানকে (৩৬) গ্রেফতার করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।

রোববার (১৭ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মো. আবুল খায়ের।

তিনি বলেন, হোটেলের রিসিপশনে চাকরি দেওয়ার কথা বলে তাকে খুলনা থেকে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে কুয়াকাটার আবাসিক হোটেল রেডিয়েশানে নিয়ে আসা হয়। এরপরে তাকে ভয় দেখিয়ে হোটেল রুমে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।

ট্যুরিস্ট পুলিশ শনিবার (১৬ অক্টোবর) গোপনে খবর পেয়ে তরুণীকে উদ্ধার করে। ওই তরুণীর দাবি তাকে সাগর নামের এক ব্যক্তি চাকরি দেওয়ার কথা বলে ওই হোটেলে নিয়ে যায়।

এ ঘটনায় মহিপুর থানায় নির্যাতিত কিশোরীর পক্ষ থেকে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় হোটেল মালিক নুর আলম নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।