কুষ্টিয়া: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
সোমবার (০৮ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন পরবর্তীতে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল আলম টুকু, নিউজটোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান জাহিদসহ অনেকে।
বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে, যা কাঙাল হরিনাথ মজুমদারের জেলা সংবাদপত্রের সূতিকাগার কুষ্টিয়ার সাংবাদিকরা কোনোভাবেই সহ্য করবে না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হবে।
সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টা মূলত দেশের উন্নয়নে অবদান রাখা শিল্প গ্রুপগুলোর বিরুদ্ধেই ষড়যন্ত্রের অংশ। এক কথায় বলতে গেলে এটা রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ করারই শামিল। গণমাধ্যমের বৃহৎ প্রণোদনাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে নানাভাবে একের পর এক এ ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো দেশের সব গণমাধ্যমকর্মীর দায়িত্ব বলেও উল্লেখ করেন বক্তারা।
এ সময় বক্তারা করোনাকালে সাংবাদিকদের প্রণোদনা, হকারসহ গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে ও সামাজিক-মানবিক খাতে বসুন্ধরার এমডির দেওয়া সহায়তার বিষয়টি তুলে ধরেন।
সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার নির্দেশদাতা হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীকে দ্রুত গ্রেফতার করার দাবি জানান বক্তারা।
বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা হয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী জুমার নামাজের সময় আনভীরকে গুলি করে হত্যার ষড়যন্ত্র হয়।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদ (২৩) নামে চট্টগ্রামের পটিয়ার এক যুবককে আটক করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। শুক্রবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে তাকে আটক করা হয়।
আরো পড়ুন:
বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন
বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন
ইমাম, শিক্ষকসহ পেশাজীবীদের প্রতিবাদ
বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: কঠোর শাস্তির দাবি নারায়ণগঞ্জে
বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গুলশানে
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইসিবি চত্বরে মানববন্ধন
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: খুলনায় বিক্ষোভ ও মানববন্ধন
বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: হুইপকে গ্রেপ্তারের দাবি শাহবাগে
বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: ময়মনসিংহে ব্যবসায়ীদের মানববন্ধন
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: প্রতিবাদে জামালপুরে মানববন্ধন
বসুন্ধরার এমডিকে হত্যার পরিকল্পনাকারীদের গ্রেফতার দাবি
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: জড়িতদের গ্রেফতার দাবি
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা: লক্ষ্মীপুরের ব্যবসায়ীদের নিন্দা
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এসআই