ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

ডাকাতির প্রস্তুতিকালে ৪ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, ডিসেম্বর ৪, ২০২১
ডাকাতির প্রস্তুতিকালে ৪ রোহিঙ্গা আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চার রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

শনিবার (০৪ ডিসেম্বর) বিকেলে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের একটি দল তাদের আটক করে।

তারা হলেন- নুর আজিম (৩২), মো. আবু (৫০), মো. ইসলাম (৩৫) ও নুরুল হক (৩৫)। এদের মধ্যে প্রথম তিনজন তালিকাভুক্ত রোহিঙ্গা সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক মো. তারিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে বিশেষ অভিযান চালিয়ে চার রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযানে এপিবিএনের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। তাদের কাছ থেকে চারটি রামদা উদ্ধার করা হয়েছে।

আটক চার রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এসবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।