ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

নিজের পোস্টে কমেন্ট করে হাসির পাত্র মুরাদ, উঠছে প্রশ্নও

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, ডিসেম্বর ৭, ২০২১
নিজের পোস্টে কমেন্ট করে হাসির পাত্র মুরাদ, উঠছে প্রশ্নও

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগপত্র জমা দেওয়া প্রতিমন্ত্রী মুরাদ হাসান নিজের পোস্টে নিজেকে আপনি সম্বোধন করে কমেন্ট করে হাস্যরসের পাত্র হয়েছেন।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে এরইমধ্যে ট্রল শুরু হয়েছে।

 

দুপুরের দিকে ‘ক্ষমা’ চেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। এর ঠিক ঘণ্টা তিনেক পর তিনি নিজের পোস্টে নিজেই মন্তব্য লেখেন। তিনি লেখেন, “ভুল করে সবাই নিজের ভুল মেনে নেয়ার সততা দেখায় না। আল্লাহ আপনাকে সঠিকভাবে ফিরিয়ে আনুন সকলের মাঝে”।

এরইমধ্যে তার মন্তব্যে ১১ হাজার হাহা রিয়েক্ট ও দুই হাজারের বেশি রিপ্লাই জমা পড়েছে।

প্রশ্ন উঠেছে, মুরাদ হাসানের পেজটি আসলে কে চালাচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।