ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বসুন্ধরা সিমেন্টের হালখাতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৪, ডিসেম্বর ১১, ২০২১
কক্সবাজারে বসুন্ধরা সিমেন্টের হালখাতা

কক্সবাজার: কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা সিমেন্টে-এর শুভ হালখাতা অনুষ্ঠান ১৪২৭। কুমিল্লার মেসার্স হক ট্রেডিং আয়োজিত এ অনুষ্ঠানে ১০০ জন রিটেইলার অংশ নেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে শহরের কলাতলীর একটি হোটেলের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহ আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বসুন্ধরা সিমেন্ট-এর এজিএম মো. আশিক আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেসার্স হক ট্রেডিং-এর প্রোফাইটর মো. কাউছার আলম মজুমদার, ডিএসএম মো. সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ওই অঞ্চলের ১০০ জন রিটেইলার অংশ নেন। রিটেইলারদের কাজের স্বীকৃতি স্বরূপ প্রথম পুরস্কার হিসাবে ৩টি মটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি এবং তৃতীয় পুরস্কার হিসাবে একটি ফ্রিজ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘন্টা, ডিসেম্বর ১১, ২০২১
এসবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।