ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, ডিসেম্বর ১৪, ২০২১
বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বরিশাল: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি যথাযোগ্য মর্যদায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা, সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।  

দিবসের প্রথম প্রহরে সোমবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত ১২.১ মিনিটে নগরের ওয়াপদা কলোনি ও ত্রিশ গোডাউন সংলগ্ন নির্যাতন সেলের স্মৃতি ৭১ স্তম্ভ ও বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।  

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের দপ্তর সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতারা।  

এছ‌াড়া মঙ্গলবার সকাল ১০টায় বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল, জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার, রেঞ্জ ডিআইজি এসএম আখতারুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ