ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

রোজ গার্ডেন উদ্বোধন করলেন স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৩, ডিসেম্বর ১৬, ২০২১
রোজ গার্ডেন উদ্বোধন করলেন স্পিকার

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারের সামনে রোজ গার্ডেনের উদ্বোধন করেছেন।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে তিনি এ রোজ গার্ডেনের উদ্বোধন করেন ৷

একশত ধরনের সহস্রাধিক গোলাপ গাছ রোপনের মাধ্যমে এ বাগান সজ্জিত করা হয়েছে।

এ সময় স্পিকার রোজ গার্ডেনটি পরিদর্শন করেন ৷

পরিদর্শনের সময় স্পিকারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ শামসুল হক চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম, নাহিদ ইজাহার খান, বেগম খাদিজাতুল আনোয়ার, বেগম আদিবা আনজুম মিতা এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।