ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ধলপুরে ছারপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩০, ডিসেম্বর ১৬, ২০২১
ধলপুরে ছারপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুরে খাবার মনে করে ছারপোকা মারার ওষুধ খেয়ে তিহা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) রাতে ধলপুর লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

তিহা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নুনেরটেক এলাকার রিকশাচালক আনোয়ার হোসেনের ছোট মেয়ে।

তার বাবা আনোয়ার হোসেন জানান, বাসায় রাখা ছারপোকা মারার ওষুধকে খাবার মনে করে খেয়ে ফেলে তিহা। এরপর বমি করা শুরু হলে আমরা বিষয়টি টের পাই। তখন তিহাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।