ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৮, ডিসেম্বর ১৭, ২০২১
আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নুরপুর লামারবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম খন্দকার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



সিয়াম আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি আখাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলমের ছেলে।  
জানা গেছে, শুক্রবার বিকেলে নুরপুরে নিজ বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রির সঙ্গে আলোকসজ্জার কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন সিয়াম। তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।