ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

দামুড়হুদা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, ডিসেম্বর ২১, ২০২১
দামুড়হুদা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ফটো

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাসের চাপায় কামরুল ইসলাম (৪০) নামে  মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসটি আটক করেছে পুলিশ।

কামরুল ইসলাম যশোর জেলা সদরের নাজিরশংকরপুর গ্রামের মৃত নোয়াজের আলীর ছেলে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কামরুল ইসলাম মোটরসাইকেলে করে জীবননগর থেকে দর্শনার দিকে যাচ্ছিলেন। এসময় একইদিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাস কামরুল ইসলামকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।  

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবির জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।