ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৭, ডিসেম্বর ২২, ২০২১
ফরিদপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার আলী মোল্যা

ফরিদপুর: ফরিদপুরে ৫১ পিচ ইয়াবাসহ আলী মোল্যা (৩৯) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ওই মাদক বিক্রেতার কাছে থেকে ইয়াবা বিক্রির নগদ ২ হাজার ২শ’ টাকা জব্দ করা হয়।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার আলী মোল্যা ওই গ্রামের নাছের মোল্যার ছেলে।

ওসি রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে জেলা সদরের শমেসপুর এলাকা থেকে আলী মোল্যা নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। আলীকে দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।