ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

ভোলা: ভোলায় পানিতে ডুবে তৈয়বা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের বাগার হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

তৈয়াবা ওই গ্রামের আলাউদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির উঠানে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে সে পরিবারের সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে চলে যায়। পরে পুকুরে পড়ে তার মৃত্যু হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ বিষয়ে তার পরিবারের কোনো অভিযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।