ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

শীতে হঠাৎ বৃষ্টিতে সুনামগঞ্জে জনজীবন বিপর্যস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৯, ডিসেম্বর ২২, ২০২১
শীতে হঠাৎ বৃষ্টিতে সুনামগঞ্জে জনজীবন বিপর্যস্ত ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরে হঠাৎ বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।  

বুধবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে হঠাৎ করেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়, সঙ্গে শোনা যায় বজ্রপাতের শব্দ।

শীত মৌসুমে এমন বৃষ্টিতে বিপাকে পড়ে যায় সাধারণ মানুষ। কারণ হঠাৎ আসা বৃষ্টির জন্য কেউই প্রস্তুত ছিলেন না।  

বৃষ্টির সঙ্গে শীতের তীব্রতাও বাড়তে থাকে। বুধবার সুনামগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।  
  
সাধারণ শীতকালে বৃষ্টির জন্য বর্ষার মতো তেমন কোনো প্রস্তুতি থাকে না মানুষদের। তাই বৃষ্টি আসায় পথচারী এবং বিভিন্ন কাজে যাওয়ার লোকজনকে শহরের বিভিন্ন দোকানে আশ্রয় নিতে দেখা গেছে। এছাড়া বৃষ্টি শুরু হতে না হতেই লোডশেডিং হয়।  

সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন এলাকার বাদাম বিক্রেতা (হকার) নেজাম মিয়া বাংলানিউজকে বলেন, আমি প্রতিদিন সন্ধ্যার পর সড়কের পাশে দাঁড়িয়ে বাদাম, ছোলা, বুট এসব বিক্রি করি। কিন্তু বৃষ্টি আসায় একটি মার্কেটের ছাদের নিচে দাঁড়িয়ে আছি। আসার পর কিছু বাদাম-বুট বিক্রি করেছি। কিন্তু এখন প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো বিক্রি নেই। বৃষ্টির কারণে শহরে মানুষও কমে গেছে!

একই এলাকার ইলেকট্রনিক সামগ্রী বিক্রেতা সুমন দাস বাংলানিউজকে বলেন, শীতের সময় আমরা দোকানের সামনে টেবিল বসিয়ে বাল্ব, টর্চ লাইট, মশা মারার ব্যাটসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করি, কিন্তু আজকে বৃষ্টি এসে সব পণ্ড করে দিয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।