ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৭, ডিসেম্বর ২৩, ২০২১
গোমস্তাপুরে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত গোমস্তাপুরে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইজিবাইকের ধাক্কায় সামির আলী (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সামির একই ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধ মসজিদ থেকে নামাজ পড়ে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে রহনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।