ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, ডিসেম্বর ২৩, ২০২১
ফরিদপুরে ইয়াবাসহ যুবক আটক

ফরিদপুর: ফরিদপুরে ইয়াবাসহ মইনুর রহমান (২৩) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক যুবককে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

 মইনুর ওই এলাকার আনিছুর রহমানের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে জেলা শহরের দক্ষিণ আলীপুর এলাকার বিসর্জন ঘাট থেকে ওই যুবককে আটক করা হয়। সে সময় তার শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মইনুরের নামে ফরিদপুরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এনএইচআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।