ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

লঞ্চে আগুন: বেতাগীতে একজনে মৃত্যু ১, নিখোঁজ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, ডিসেম্বর ২৪, ২০২১
লঞ্চে আগুন: বেতাগীতে একজনে মৃত্যু ১, নিখোঁজ ৪

বরগুনা: ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমডি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বেতাগী উপজেলায় একজন নিহত হয়েছেন। এছাড়া  ৪ জন নিখোঁজ রয়েছেন।

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনা জেলায় ১৬ জন নিখোঁজের মধ্য বেতাগী উপজেলার চারজন রয়েছেন। তারা হলেন- উপজেলার কাজিরাবাদ এলাকার রিয়াজ হোসেন (২৮), কাউনিয়া এলাকার সিকদার বাড়ীর রিনা বেগম (৩৮), লিমা (১৪), মোকামিয়া এলাকার আব্দুল হাকিম (৫৮) এবং তার মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৩)। বেতাগী থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক হাবিবুর রহমান শুক্রবার (২৪ ডিসেম্বর) বাংলানিউজকে বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা, আর আহতদেরকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।
এদিকে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের দেখার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অগ্নিকাণ্ডের বিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বাংলানিউজকে জানায়, রাত ৩টা ২৮ মিনিটে তাদের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে। তাদের কর্মীরা ৩টা ৫০ মিনিটে সেখানে পৌঁছে অগ্নিনির্বাপণ ও উদ্ধার অভিযান শুরু করেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।