ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজউক ঠিকাদার সমিতির শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজউক ঠিকাদার সমিতির শ্রদ্ধা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক) সদ্য নির্বাচিত সভাপতি মো. মিজানুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান আলিম।

শনিবার (১ জানুয়ারি)  সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা জানান।

এ সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঠিকাদার সমিতির ৯১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এরমান হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আলিম সিকদার, গাজী মাজহারুল ইসলাম (গুফরান), সাংগঠনিক সম্পাদক মো. রহমতুল আলম সহ সংগঠনের নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এমএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।