ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনা সমিতির সভাপতি বিশ্বাস আক্তার, সম্পাদক রেজাউল হক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
খুলনা সমিতির সভাপতি বিশ্বাস আক্তার, সম্পাদক রেজাউল হক

ঢাকা: বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে অধ্যাপক ডাক্তার বিশ্বাস আক্তার হোসেন সভাপতি এবং রেজাউল হক রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন প্রকোৗশলী মো. মন্জুরুল হাসান।

রাজধানীর মিরপুরে সমিতির নিজস্ব কার্যালয় সুন্দরবন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ড.  মো. আব্দুল মজিদ এ ফলাফল ঘোষণা করেন। শনিবার ( ১ জানুয়ারি) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

বাকি নির্বাচিত হলেন- সহ-সভাপতি এস.এম. আবু সাইদ, অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বাদশা ও অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, কাজী মইনুল হক ও মো. রোস্তম আলী; সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালিউল ইসলাম ডলার, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট কে.এম ফুরকান আলী, দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম খান; প্রচার সম্পাদক শেখ আব্দুল হান্নান এবং সাংস্কৃতিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ।

এছাড়া কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন- সেখ মোয়াজ্জেম হোসেন, অ্যাড এ.এস.এম.মুস্তাফিজুর রহমান, অ্যাড. এস.কে সিকদার, কাজী ছিদ্দিকুর রহমান, মো. খুরশীদ আলম জাহাঙ্গীর, অ্যাড. মো. শামছুজ্জামান, মো. আফসার আলী, ফসিহ উদ্দীন মাহতাব, ড. মো. শহিদুল ইসলাম, মো. মাহাতাব হোসেন (মনি), এস.এম. সাইফুল্লাহ আল মামুন, অ্যাড. হুমায়ুন কবির বুলবুল, মো.  আমজাদ হোসেন, এস.এম. আলী আকবর, অ্যাড. মো. সহিদুল হক, মো. আজিজুর রহমান জমাদ্দার, হাফেজ সুলতান আহমেদ, মো. রেজাউল করিম, এম.এ আলম, এবং ড. কাজী মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।