ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ওসমানী বিমানবন্দরে আনসার কমান্ডারের মাথা ফাটালেন নিরাপত্তা কর্মী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
ওসমানী বিমানবন্দরে আনসার কমান্ডারের মাথা ফাটালেন নিরাপত্তা কর্মী আহত আনসার কমান্ডার তাহেরুল ইসলাম

সিলেট: কথাকাটাকাটির জেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা কর্মীর হামলায় আনসার কমান্ডার আহত হয়েছেন।

সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আনসার কমান্ডার তাহেরুল ইসলাম। রক্তাক্ত অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।     

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের কনকোর্স হলে নিরাপত্তা কর্মী ইসমাইল অবৈধ সুবিধা নিয়ে এক দর্শনার্থীকে প্রবেশ করাচ্ছিলেন। বিষয়টি দেখে ফেলেন সেখানে কর্তব্যরত আনসার কমান্ডার তাহেরুল ইসলাম। তিনি বিমানবন্দরের প্রবেশ ফটকে ইসমাইলকে বাধা দেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতে থাকা ওয়াকিটকি দিয়ে আনসার কমান্ডার তাহেরের মাথায় সজোরে আঘাত করেন ইসমাইল। এতে তাহের মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বিমানবন্দর এলাকায় যাত্রীরা বিরূপ পরিস্থিতির শিকার হন। প্রায় এক ঘণ্টা সেখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করে।

সিলেট ওসমানী বিমানবন্দরের সহকারি ব্যবস্থাপক নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদেশগামী এক ছেলের সঙ্গে তার বাবার কনকর্স হলে ঢোকা নিয়ে বিপত্তির সৃষ্টি হয়। ওই ব্যক্তিকে নিরাপত্তা কর্মীর ঢুকতে দেওয়া নিয়ে আনসার কমান্ডার জেরা করলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিরাপত্তা কর্মী ইসমাইল হাতে থাকা ওয়াকিটকি দিয়ে আঘাত করায় আনসার কমান্ডার তাহের আহত হন।

তিনি বলেন, বিষয়টি নিষ্পত্তির দিকে এগুচ্ছে। এরপরও এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে অবিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ৩ জানুয়ারি, ২০২১
এনইউ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।