ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
উল্লাপাড়ায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় নিরব সরকার আবির (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া কালিবাড়ি মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির উল্লাপাড়ার ঝিকিড়া মহল্লার এস এম রিগানের ছেলে এবং স্থানীয় একটি কেজি স্কুলের নার্সারির ছাত্র।

উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবির স্থানীয় রাস্তায় দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ট্রাকসহ চালক ও তার সহকারীকে ধরে উল্লাপাড়া মডেল থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘন্টা, জানুয়ারি ৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।