ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে ছাত্রদলের শোডাউন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
নয়াপল্টনে ছাত্রদলের শোডাউন

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ছাত্র বিষয়ক সম্পাদক পদে নিয়োগ পাওয়া সাবেক ছাত্র নেতা রকিবুল ইসলাম বকুলকে নিয়ে রাজধানীর নয়াপল্টনে শোডাউন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৯ জানুয়ারি) দুপুরে নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত গিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রকিবুল ইসলাম বকুল বলেন, ছাত্রদলে কোনো কোন্দল নেই, বিভেদ নেই। সবাই ঐক্যবদ্ধভাবে এই (আওয়ামী লীগ) ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে আছে। যদি কেউ অপতৎপরতা ও ষড়যন্ত্রে অংশীদার হওয়ার চেষ্টা করে; তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, তানজিল হাসান, আবু আফসান মো. ইয়াহিয়া প্রমুখ।

এর আগে রোববার (৮ জানুয়ারি) রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে রকিবুল ইসলাম বকুলকে কেন্দ্রীয় কমিটিতে ছাত্র বিষয়ক সম্পাদক পদে নিয়োগের ব্যাপারে বলা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্রের ক্ষমতা বলে তাকে এ পদে মনোনীত করেছেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

২০১৬ সালের মার্চ মাসে বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়। ওই কাউন্সিলের পর গত সাড়ে ছয় বছরেরও বেশি সময় ধরে ছাত্র বিষয়ক সম্পাদক পদটি খালি ছিল। এর আগে ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ওই পদে দায়িত্ব পালন করেন ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
এমএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।