ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

যারা গুপ্ত রাজনীতি করে তাদের প্রতি শুভকামনা নেই: ছাত্রদল সভাপতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
যারা গুপ্ত রাজনীতি করে তাদের প্রতি শুভকামনা নেই: ছাত্রদল সভাপতি 

ময়মনসিংহ: ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যারা গুপ্ত রাজনীতি করে, যারা প্রকাশ্য রাজনীতি না করে পেছনের দরজায় ষড়যন্ত্র করে তাদের প্রতি কোনো শুভকামনা নেই।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে রাকিবুল ইসলাম রাকিব একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, নতুন দল এনসিপি যেদিন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তখনই আমরা আনুষ্ঠানিকভাবে তাদের শুভকামনা জানিয়েছি। আমাদের এই শুভকামনা অব্যাহত থাকবে দেশের সব ছাত্র সংগঠনের প্রতি। তবে যারা গুপ্ত রাজনীতি করবে তাদের জন্য শুভকামনা নয়।


এর আগে বিকেলে ছাত্রদল সভাপতি ময়মনসিংহ এলে নগরীর নতুন বাজার মোড়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন।

পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে আরও বলেন, দেশের সব ছাত্র সংগঠন যারা প্রকাশ্য দিবালোকে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের মতামত অনুযায়ী ছাত্র রাজনীতি করছে এবং তারা বাংলাদেশকে ধারন করে তাদের জন্য সব সময়ই আমাদের শুভকামনা রয়েছে।  

সেই সঙ্গে দেশের সব ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের ছাত্র রাজনীতি অব্যাহত থাকবে। আজকের দিনের বাস্তবতায় যদি আমরা বিগত ১৫ বছরে বাস্তবতাকে ভুলে যাই। তাহলে যারা শত শত মামলার আসামি, যাদের ব্যক্তিগত জীবন শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য অবশ্যই সংগঠনের দায় রয়েছে। আমরা সেই দায়কে অস্বীকার করতে পারি না। ইতোমধ্যে আমরা সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মধ্যে প্রায় সাত শতাধিক কমিটি ইতোমধ্যে ঘোষণা করেছি। আমাদের ইচ্ছে হলো সারা বাংলাদেশ সব প্রতিষ্ঠানে কমিটি করবো স্টেপ বাই স্টেপ। এরপর পৌর, উপজেলা, জেলা কেন্দ্রীয় সংসদের কমিটি করবো।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।