ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
সিলেটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

সিলেট: সিলেটে টর্চলাইট ও মোবাইল ফোনের আলো জ্বালিয়ে বিএনপি ও যুবদলের নেতাকর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (০১ এপ্রিল) মধ্যরাত ১২টার দিকে নগরের উপকন্ঠ মেজর টিলা বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ (দক্ষিণ) কমিশনার মোহম্মদ সজিব খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেট নগরের মেজরটিলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী ও যুবদলকর্মী কবীর গ্রুপের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রুপের অনেকে আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহপরান থানার  ওসি (তদন্ত) রসুল সামদানি আজাদ আপেল বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এছাড়া উভয় পক্ষ বিষয়টি বুধবার (০২ এপ্রিল) নিয়ে বসে মীমাংসা করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।